পদধ্বনি
Pododhoni.com (পদধ্বনি.কম) – পদধবনিতে সাহিত্যের নানাবিধ বিষয় , সমকালীন দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি , নারী ,জীবনী ,শিল্পসমালোচনাসহ বিবিধ বিষয়ে লেখা প্রকাশিত হয়।
পদধ্বনি আপাতত কাগজে ছাপা না হয়ে অনলাইনে প্রকাশিত হবে। পরবর্তী সময়ে ছাপা হবে কাগজে। আমরা নিজেদের সামর্থের মধ্যেই এটি প্রকাশ করবো। কাগজে প্রকাশিত অনেক সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, লিটল ম্যাগাজিন বাজারে আছে। অনলাইনেও আছে অনেক। সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক এ ধরনের সময়ের হিসেবে নয় বরং লেখার সামর্থের উপর ভিত্তি করে পদধ্বনি প্রকাশিত হবে। সাধারণত কাগজে প্রকাশিত লিটল ম্যাগাজিন প্রকাশের জন্য আর্থিক যোগান নিয়মিত থাকতে হয়। বিজ্ঞাপন বা কোনো দাতার উপর ভরসা করে প্রকাশিত অনেক পত্রিকাই কালের অতলে হারিয়ে যায়। পদধ্বনি সে পথে হাঁটবে না।