সম্পাদকের কথা

সম্পাদকের কথা

সম্পাদকের কথা

-তাহা ইয়াসিন

পদধ্বনি আপাতত কাগজে ছাপা না হয়ে অনলাইনে প্রকাশিত হবে। পরবর্তী সময়ে ছাপা হবে কাগজে। আমরা নিজেদের সামর্থের মধ্যেই এটি প্রকাশ করবো। কাগজে প্রকাশিত অনেক সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, লিটল ম্যাগাজিন বাজারে আছে। অনলাইনেও আছে অনেক। সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক এ ধরনের সময়ের হিসেবে নয় বরং লেখার সামর্থের উপর ভিত্তি করে পদধ্বনি প্রকাশিত হবে। সাধারণত কাগজে প্রকাশিত লিটল ম্যাগাজিন প্রকাশের জন্য আর্থিক যোগান নিয়মিত থাকতে হয়। বিজ্ঞাপন বা কোনো দাতার উপর ভরসা করে প্রকাশিত অনেক পত্রিকাই কালের অতলে হারিয়ে যায়। পদধ্বনি সে পথে হাঁটবে না।

জন্মের আগেই মৃত্যুচিন্তার কারণ অগণিত পত্রিকা ভালোভাবে যাত্রা শুরু করেও এক সময় বিলুপ্ত হয়ে গেছে। তাই পদধ্বনি অনলাইন এবং কাগজে রেজিষ্ট্রশন নম্বর নিয়েই চলবে। চেষ্টা করা হবে ISBN নাম্বার দিয়ে ষান্মাসিক বা বাৎসরিক গবেষণামূলক জার্নাল হিসেবে প্রকাশ করতে। অনলাইনেও মানুষের চিন্তার খোরাক যোগানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। কিশোর,তরুণ,নতুন এবং পুরাতন লেখকদের উল্লিখিত বিষয়ের লেখা এখানে প্রকাশিত হবে। মানুষের চিন্তা বিকাশে এবং জ্ঞানের নানা শাখা-প্রশাখার সংবাদই প্রকাশ করার উদ্যোগ থাকবে ।

আমাদের উদ্দেশ্য হবে, মানুষকে শুভবোধসম্পন্ন হিসেবে জাগ্রত করা এবং তার সীমায় আঘাত করে বিপন্ন না করা। প্রত্যেকে যে যার একটা নিজস্বতা নিজেই বেঁচে থাকতে চায়, তার সেই চিন্তা প্রকাশে আমাদের শ্রদ্ধা থাকবে। মানুষ হিসেবে তাকে কিছুটা সমৃদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।

আমাদের যাপিত জীবন নানা দুঃখ-বেদনায় ভারাক্রান্ত। এর মাঝেও কীভাবে উন্নত মানুষ হিসেবে সমাজ ও রাষ্ট্রে অবদান রাখা যায় সেই পথেরই সন্ধান দেয়ার চেষ্টা করবে পদধ্বনি। পুরাতন, জীর্ণতাকে পশ্চাতে ফেলে নতুনের পদধ্বনি শোনানোই হবে আমাদের অন্যতম প্রচেষ্টা।

 

হোম পেজ এ ফিরে যান 

সম্পাদকের ফেসবুক পেজে যান 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *